Career Planning Seminar & Live Cooking Show
14th December, 2021
Date & Time of the Seminar: 14th December 2021 at 11am to 6-pm

Organized By: YES Tourism & Hotel Management Institute
Venue: La Vista – Rooftop Restaurant
149 Bangabandhu Sarak, Narayanganj 1400
Date: 14th December, 2021, Tuesday

#Yes Institute এর- স্লোগান ছিল…
“আমরা নারী, আমরা পারি”!!
নারী’ রা কেন Tourism & Hospitality Sector এ পিছিয়ে থাকবে,, নারী উদ্যোক্তা উন্নয়ন ও সৃষ্টির লক্ষ্যে
#Cooking & Baking Live show.

YES Tourism & Hotel Management Institute ধানমন্ডি ঢাকা কর্তৃক আয়োজিত ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্ট বিষয়ক এক সেমিনার ও লাইভ কুকিং শো অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভি।(Meyor Dr.Selina Hayat Ivy)

তা ছাড়া আরও উপস্থিত ছিলেন
#pankouri ঘরের Parven Akter Panna
#Kamija Yesmin ( District Women Affairs Officer)
(Department of women Affairs)
# Tushar Banik (Student Counselor)
#Yes Institute এর Pastry & Bakery Dept Head – (Fatema Binte Nur)
Chef Jakir Hossain – (F & B Production)
Trainee Chef : Abrar, Shawon, Rawrok Jahan, Isha Hossain, Ovi, Arnab Ahmed, Afsana Hossain আরো অনেকে |

মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভি
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন , “বাংলাদেশসহ বর্তমান বিশ্বে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ের চাহিদা এবং বিশ্বব্যাপী কর্মসংস্থান ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। তা ছাড়া বর্তমানে নারীরা যে ভাবে এই সেক্টরে অবদান রেখে চলছে তার জন্য নারীদেরকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি ছাত্র-ছাত্রীদের এ সুযোগ গ্রহণ করে নিজেকে বিশ্বমানের দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলার জন্য আহবান জানান”। তাছাড়া তিনি আরও বলেন সঠিক ভাবে হাইজিন মেইনটেইন ও ক্যালোরি ও পুষ্টিমান খাবারের লক্ষ্যে সবাইকে দৃষ্টি দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ইয়েস ইন্সটিটিউট এর ছাত্র বিষয়ক সম্পাদক তুষার বণিক বলেন, বাংলাদেশে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর উন্নয়নের জন্য সরকার ভিশন ৪১ চালু করছেন যা কিনা হাজারো শিক্ষিত বেকারের বেকারত্ব দূরীভূত হবে।
তা ছাড়া তিনি আরও বলেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি সেক্টরে কোর্স করে আপনারাও নিজের কেরিয়ার চেঞ্জ করতে পারবেন। তিনি সবাইকে এই সেক্টরে এগিয়ে আসার আহব্বহান জানান।
অনুষ্ঠানের এক পর্বে ইয়েস ইন্সটিটিউট এর ” Live Cooking  & Baking Show” প্রদর্শিত হয় ।
অনুষ্ঠান শেষে অথিতি ও ডেলিগেটদের “Live Cooking  & Baking Show” তে প্রস্তুতকৃত সুস্বাদু খাবার দিয়ে দুপুরের খাবার পরিবেশন করা হয়।পরে ইনস্টিটিউটের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রধান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *