“MOU With Holiday Inn Dhaka City Centre by IHG”

“MOU With Holiday Inn Dhaka City Centre by IHG”

✌️🌟আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে
5-Star হোটেল ও IHG_International Brand Holiday inn dhaka city center এবং Yes Tourism & Hotel Management Institute_ এর মধ্যে একটি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (MOU) স্বাক্ষরিত হয়েছে! 🎉

উক্ত (MOU) মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –

Chef Fatema Binte Nur Vice Principal (Yes Institute)
Tushar Banik (Student Counselor)
Dept. Head F & B Production -Chef Farzana Khaled

তা ছাড়া আরও উপস্থিত ছিলেন
Dipankar De (General Manager)
Sentu Marma (HR Manager)
Sayees Zaman (Quality & Learning Manager)
Executive Chef Banefus Gomes

এখন থেকে আমাদের ট্রেইনী শেফরা 5-Star হোটেল IHG Brand Holiday inn dhaka city center–এ ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। সেখানে তারা বিশ্বমানের অভিজ্ঞতা সম্পূর্ণ শেফদের সাথে কাজ করার অভিজ্ঞতা অর্জন করবে, এবং কুলিনারি সেক্টরে তাদের ক্যারিয়ার গড়তে সহায়ক হবে।

আমরা আমাদের ট্রেইনী শেফদের দক্ষতা বৃদ্বির জন্য হোটেল ভিজিট, সিভি writing ও হোটেল ইন্টারভিউ সেশন করা, ইন্টার্নশীপ দেওয়া, জব এর সহযোগিতা সব আয়োজন করে থাকি।যাতে করে প্রতিটা ট্রেইনী শেফ তার দক্ষতা বৃদ্ধিতে ঘাটতি না থাকে।
আমরা বিশ্বাস করি আপনার অর্জন করা প্রতিটি দক্ষতা আপনার সফলতার সম্ভাবনাকে দ্বিগুণ করে দিবে, যদি আপনার স্কিল থাকে। আর তা যদি হয় “শেফ পেশায়” তাহলে তো আর কথাই নেই।

ধন্যবাদ জানাই
Holiday Inn Dhaka City Centre by IHG !

Related Events